ফরিদপুরে ১৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরিফ মোল্লা গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ হোসেন ওরফে আরিফ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫ টার দিকে মাদক ব্যবসায়ীকে ফরিদপুর সদরের চৌধুরীডাঙা এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
ফরিদপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সেনা বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত প্রায় মধ্যরাত হতে মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টা পর্যন্ত ক্যাপ্টেন আজমাইন (১৫ আর ই ব্যাটালিয়ান) এর নেতৃত্বে ফরিদপুর সদরের চৌধুরীডাঙ্গা এলাকায় যৌথ বাহিনীর এ অভিযানটি পরিচালিত হয়। সেখানে মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান তাকে আটক ও তার বাড়ি তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফ হোসেন ফরিদপুর সদরের চৌধুরীডাঙ্গা এলাকায় স্থানীয় কচ্ছো মোল্লার ছেলে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে উদ্বারকৃত ১৯৪ পিস ইয়াবাসহ হস্তান্তর করেছে সেনাবাহিনী।
(আরআর/এএস/জুলাই ০৮, ২০২৫)