চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় প্রতিবছর বিলে বর্ষার পানি প্রবেশ করার সাথে সাথে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ নানা নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ শিকার করে থাকে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। এমন খবর পেয়ে ডিকশির বিলে অভিযান পরিচালনা করে ৩৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(এসএইচ/এসপি/জুলাই ০৮, ২০২৫)