বিশেষ প্রতিনিধি : মুম্বাই, বেঙ্গালুরু ও আহমেদাবাদে সফলভাবে প্রিমিয়াম ইকোনমি শ্রেণি চালুর পর এবার কলকাতা রুটে এই সেবা শুরু করতে যাচ্ছে এমিরেটস। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-কলকাতা রুটে চালু হতে যাচ্ছে এই নতুন প্রিমিয়াম ইকোনমি সেবা। এমিটেসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

যাত্রীরা এখন থেকে সপ্তাহে চারদিন (বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার) পরিচালিত ইকে ৫৭৩ ফাইটে প্রিমিয়াম ইকোনমি শ্রেনীর সেবা পাবেন।

আকর্ষণীয় ডিজাইনের নতুন প্রিমিয়াম ইকোনমি কেবিনটিতে যাত্রীদের জন্য আরো বেশী আরামদায়ক ও উপভোগ্য। এতে রয়েছে প্রশস্থ ক্রিম রঙের লেদার আসন, বাডতি লেগরুম, সুবিধাজনক হেডরেস্ট, বেশী রিকাইন করার সুবিধা ইত্যাদি বাড়তি অনেক সুবিধা।

ফাইটে সুস্বাদু আঞ্চলিক খাবার পরিবেশন করার জন্য ব্যবহৃত হবে রয়্যাল ডলটন ফাইন চায়না টেবিলওয়্যার ও স্টেইনলেস স্টিল কাটলারি সেট। বেভারেজ মেনুতে থাকবে আরো বেশী অপশন।

প্রত্যেকটি আসনের সঙ্গে থাকবে ১৩.৩ ইঞ্চির এইচডি স্ক্রিন, যেখানে এমিরেটসের বিখ্যাত ‘আইস ইন-ফাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে অসংখ্য বিনোদনের অপশন।

প্রিমিয়াম ইকোনমি যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ এবং ১০ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। এমিরেটসের সর্বাধুনিক বোয়িং ৭৭৭ বিমানে প্রিমিয়াম ইকোনমি কেবিনে ২৪টি আসন রয়েছে, যা যাত্রীদের জন্য উন্নত ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ধাপে ধাপে আরও বেশি সংখ্যক এমিরেটস উড়োজাহাজে এই প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা চালু করা হচ্ছে।

বর্তমানে এমিরেটস কলকাতা থেকে দুবাই রুটে প্রতি সপ্তাহে ১১টি ফাইট পরিচালনা করছে যার মধ্যে ইকে ৫৭২/৭৩ ফাইটে সপ্তাহে চারদিন প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা পাওয়া যাবে।

(এসকেকে/এসপি/জুলাই ০৮, ২০২৫)