আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বেপরোয়া গতির পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে মহাসড়কের পাশ্ববর্তী খালের মধ্যে উল্টে পরেছে। এতে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল নামক এলাকায়।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী মামুন স্পেশাল নামের যাত্রীবাহি পরিবহন মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙ্গে পাশ্ববর্তী খালের মধ্যে উল্টে পরে। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পরিবহনের নারী, পুরুষ ও শিশু আহত ২৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। খালের মধ্য থেকে দূর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।

(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২৫)