দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালের দিকে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব—সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতে হামলার মামলায় জামিন পাওয়ার পর এই কর্মসূচির আয়োজন করা হয়।

কোর্ট কম্পাউন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। বক্তারা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে আখ্যায়িত করেন এবং এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, ফরিদপুরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা আরও বলেন, ফরিদপুরকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করা হবে। গত ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীরা মিথ্যা মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছেন। এখনো এসব অন্যায় অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সরব থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনাতেই দল পরিচালিত হবে।”

ফরিদপুরের ‘মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে নায়াব ইউসুফকে এমপি হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে বক্তারা বলেন, “তাঁকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

পথসভা ও মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ০৯, ২০২৫)