ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ফটো মিয়া মারা গেছেন

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলার সুতিপাড়া ইউপির বিএনপির সভাপতি ব্যবসায়ী ও দৈনিক দিনকাল পত্রিকার ধামরাই প্রতিনিধি আমীর হামজার শশুর আলহাজ্ব ফটো মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ ছেলে ২ মেয়ে স্ত্রী সহ বহু আত্মীয় স্বজন,শোভাকাঙখি রেখে যান।
ফটো মিয়া ধামরাই সুতিপাড়াস্থ নিজ বাস ভবনে গত শুক্রবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার ডেলটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্যোর অবনতি হলে মঙ্গলবার সেখান থেকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতসাড়ে আটটায় ঢাকার বিআরবি হাসপাতালে মৃত্যুবরন করেছেন। সেখানথেকে রাত আড়াইটার দিকে ফটো মিয়ার লাশ ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নিজ বাসভবনে আনা হয়। বুধবার সকাল এগারটায় সুতিপাড়ার বাথুলি মাদ্রাসা মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিএনপির ধামরাই উপজেলা সভাপতি শিল্পপতি আলহাজ্ব তমিজ উদ্দিন সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর বারটায় ফটো মিয়ার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
(ডিসিপি/এসপি/জুলাই ০৯, ২০২৫)