মহম্মদপুর প্রতিনিধি : আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলার ৫০ জন কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সোবহানের সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এই এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার-ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিমিট, রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মফিজুর রহমান ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার সিমিট, যশোরের কৃষিবিদ এ কে এম জসিম উদ্দিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজ পচন রোধ করে এবং দীর্ঘ সময় অর্থাৎ ৯ মাস পর্যন্ত সংরক্ষণে সহায়তা করবে। ফলে কৃষকরা মৌসুম শেষে সঠিক সময়ে পেঁয়াজ বাজারজাত করতে পারবে এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পঞ্চাশ জন কৃষককে ৫০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একটি এয়ার-ফ্লো মেশিনে ৩শ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে একজন কৃষক।এই মেশিন সেট করার জন্য একটি ঘর থাকতে হবে এবং মাচা তৈরি করতে হবে।

(বিএস/এসপি/জুলাই ০৯, ২০২৫)

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সোবহানের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এই এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার-ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিমিট, রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মফিজুর রহমান ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার সিমিট, যশোরের কৃষিবিদ এ কে এম জসিম উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজ পচন রোধ করে এবং দীর্ঘ সময় অর্থাৎ ৯ মাস পর্যন্ত সংরক্ষণে সহায়তা করবে। ফলে কৃষকরা মৌসুম শেষে সঠিক সময়ে পেঁয়াজ বাজারজাত করতে পারবে এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পঞ্চাশ জন কৃষককে ৫০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একটি এয়ার-ফ্লো মেশিনে ৩শ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে একজন কৃষক।এই মেশিন সেট করার জন্য একটি ঘর থাকতে হবে এবং মাচা তৈরি করতে হবে।


প্রেরকঃ
বিশ্বজিৎ সিংহ রায়,,
মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি মোবাইলঃ ০১৭১২৪৬৩৭২৪ তাং-৯-৭-২০২৫ ইং-।