মাইটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দোয়া ও মিলাদ

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাদ আছর জেলার নগরকান্দা উপজেলা মডেল মসজিদে এই আয়োজন করেন মাইটিভির ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলি শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়াসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মাওলানা মুফতি খন্দকার লুতফর রহমান। এসময় মরহুমার রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
(পিবি/এসপি/জুলাই ০৯, ২০২৫)