রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি ফাঁদে পড়ে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দুইটার  দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালি গ্রামের এ ঘটনা ঘটে।  নিহত রুপবান বেগম জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহত গৃহবধুর ছেলে আব্দুর সবুর জানান, বুধবার সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল সুন্দরবন প্রজেক্ট এর মধ্যে। আগের দিন প্রজেক্ট এর ম্যানেজার মাকসুদ প্রজেক্ট এর মধ্যে বেড়ে ওঠা ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়েছিল।

তিনি আরো জানান, দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্ট এর মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তার আটকে তার মায়ের মৃতদেহ পড়ে থাকার খবর দেয়।

দুর্ঘটনার সময় প্রজেক্টে উপস্থিত থাকা মাকসুদ আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল পাওয়া যায় নি।

সুন্দরবন প্রজেক্টর মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে তৈরি ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। ভুলবশত হয়তোবা মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

(আরকে/এএস/জুলাই ০৯, ২০২৫)