কাপাসিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার সাড়ে এগারোটায় হল রুমে এক আইন শৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান পেরা, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সুরা সদস্য গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা সিফাউল হক, উপজেলা জামায়াতের আমীর মো.ফরহাদ মোল্লা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন মন্ডল, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, এনসিপির প্রতিনিধি আবদুল আল মহিনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
(এসকেডি/এএস/জুলাই ১০, ২০২৫)