নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ আহরণ, ৩ ট্রলারসহ ২৭ জেলে আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করেছেন স্মার্ট প্যাট্রলিং টিমের বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর, মেহের আলীরচর ও ডিপোরখাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে তিনটি ফিশিং ট্রলার, বিপুল পরিমান মাছ ধরা জাল ও বিভিন্ন মালামাল জব্দ করেন বনরক্ষীরা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যর্ন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজীবীসহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই অবস্থার মধ্যে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। ট্ররলারসহ আটক জেলেদের সুন্দরবনের আলোরকোল টহল ফাঁড়িতে থেকে বাগেরহাট জেলা সদরে নিয়ে আসা হচ্ছে। জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
(এস/এসপি/জুলাই ১০, ২০২৫)