কাপ্তাই ন্যাশনাল পার্ক ও বিএফআই ডিসি পরিদর্শনে বন সচিব

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই ন্যাশনাল পার্ক বাংলাদেশের মধ্যে অনেক মনমুগ্ধকর পরিবেশ। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও বন্যপ্রাণী ভরপুর। নিজ চোখে না দেখলে বুঝা যাবে না কাপ্তাই ন্যাশনাল পার্ক কত সুন্দর। কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট শতবর্ষী ১৯২৭ সালের সেগুন গাছ দেখে ভূয়সী প্রশংসা করে। এখানে রয়েছে বন বিভাগের ১৯০৮ সালের ঐতিহ্যবাহী সৃজিত সুন্দর বাগান ও রেস্ট হাউজ।
আজ বৃহস্পতিবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ সরকারি সফরে কাপ্তাই ন্যাশনাল পার্ক ও কর্ণফুলী রেঞ্জে পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।
কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন ANR বাগান পরিদর্শন করে।এছাড়া বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফ আই ডিসি), কাপ্তাই এলপিসি ফার্নিচার এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করে। এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবং কাজের গতি দেখে সকলকে উৎসাহিত প্রদান করেন।
এর আগে দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি কাপ্তাই সামাজিক বনায়ন আগর চাষীরা তাঁদের আগর গাছ মেয়াদ শেষ ও কর্তন বিষয় সচিবের সাথে কথা বলেন। সচিব আগর চাষির বিভিন্ন কথা শুনেন এবং আগর কর্তন বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
এসময় বিএফ আই ডিসি যুগ্নসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড. মাহামুদুর রহমান ভূইয়া, রাঙ্গামাটি বন সার্কেল বন সংরক্ষক আব্দুল আউয়াল সরকার (সিএফ), চট্টগ্রাম সার্কেল বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম (সিএফ), পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের একান্ত সচিব মো: শাহাদাত হোসেন, রাঙ্গামাটি ঝুম বিভাগীয় কর্মকর্তা ড.জাহিদুর রহমান মিয়া (ডিএফও), কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (ডিএফ), উত্তর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও ডিএফও সোহেল রানা, কাপ্তাই এলপিসি ইউনিট সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ বন বিভাগের এসিএফ, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র ও রেঞ্জ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জুলাই ১০, ২০২৫)