রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম পাড়া ইয়াং স্টার।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টায় ক্রিয়েটিভ বয়েজ এর আয়োজনে নতুন বাজার ব্যবসায়ী সমিতি বনাম পশ্চিম পাড়া ইয়াং স্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নতুন বাজার ব্যবসায়ি সমিতিকে ০-১ গোলে পরাজিত করে পশ্চিম পাড়া ইয়াং স্টার চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য সচিব কাপ্তাই ইউনিয়ন যুবদল।মো.সালাউদ্দিন রুবেল, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশীদ (মামুন), জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি দীপন তালুকদার দীপু বলেন,আ'লীগ সরকার ক্রীড়া অঙ্গনকে ধবংস করে দিয়েছে। আমরা তা হতে দেবনা।আমাদের দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশনায় নারী ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্নসম্পাদক মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এসে সহযোগিতা করেছে।আমরা আগামিতে কাপ্তাই বিকেএসপি খেলার মাঠ করে এখানেই খেলোয়াড় বাছাই করে তৈরি করার চিন্তাভাবনা আছে। দীর্ঘ বিশ বছর পর কাপ্তাই মাঠে শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়। এর আগে ফ্যাসিস্ট আ'লীগ সরকার আমলে আমাদের মাঠে নামতে দেয়নি বলে আমরা ক্রীড়া অঙ্গন হতে ছিটকে পড়ে ছিলাম বলে বক্তব্য রাখেন। পরে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।খেলায় রেফারির দায়িত্ব পালন করে চৌধুরী এবং ধারাভাষ্যকার ছিলেন ওসমান গনি তনু ও নুর মোহাম্মদ বাবু।

(আরএম/এএস/জুলাই ১১, ২০২৫)