প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক, চলাচলে দুর্ভোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : একটানা প্রবল বর্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে একটি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদ সংলগ্ন ব্রিজের দুই পাশ ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।ফলে এই সড়ক দিয়ে চলাচল করা হাজার হাজার জনসাধারণ বিপাকে পড়েছেন।
জানাগেছে, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়কে ফাটল,খানাখন্দ দেখা দিয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ–পয়সার হাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্টে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মাঝবাড়ি-রাধাগঞ্জ সড়ক, ধারাবাশাইল-তরুর বাজার সড়ক কোটালীপাড়া-রাজৈর সড়কের বিভন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। অনেক স্থানে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী দিদার দাড়িয়া বলেন, মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদের সামনের বেইলী ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কুশলা ও হিরণ ইউনিয়নের ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ।কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রতবন্ধকতার সৃষ্টি হয়েছে। ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে।এটি দ্রুত মেরামত দরকার বলে জানান ওই ব্যবসায়ী ।
সড়কের ক্ষয়-ক্ষতির ব্যাপারে জানতে কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজমের মুঠো ফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেন নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন, অতিবৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে এলাকটি পরিদর্শন করেছি। প্রবল বর্ষণের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রিজের ক্ষতিগ্রস্থ সংযোগ সড়কটি দ্রুত মেরামতের জন্য কোটালীপাড়া এলজিইডির প্রকৌশলীকে বলা হয়েছে। আশাকরছি দ্রুত জনসাধারণের এই দূর্ভোগ রোধ হবে।
(টিবি/এএস/জুলাই ১১, ২০২৫)