এসএসসিতে গোপালগঞ্জ জেলার সেরা রাবেয়া-আলী স্কুল অ্যান্ড কলেজ

গোপালগঞ্জ প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ । শুধুমাত্র জেলার এ প্রতিষ্ঠান থেকেই শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানটি নারীশিক্ষার অগ্রগতিতেও অনন্য।
জেলার ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে এ প্রতিষ্ঠান। শুধু এই বছরের নয়, গত বছর এইচএসসি ফলাফলেও জেলায় প্রথম হয়েছিল ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’। টানা দ্বিতীয় বছরেও প্রতিষ্ঠানটি তার কৃতিত্বের ধারা অটুট রেখেছে। ফলে প্রতিষ্ঠানটি শিক্ষা অঙ্গনে দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
এ বছর এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই পাশ করেছে। পাসের হার ১০০%। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন, এ পেয়েছে ২০ জন, এ মাইনাস পেয়েছে ১৪ জন, বি পেয়েছে ৫ জন ও সি পেয়েছে ২ জন শিক্ষার্থী। তবে এ সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং এটি একটি গৌরবগাঁথা। প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে রয়েছে অগণিত পরিশ্রম, আত্মত্যাগ এবং এক নিবেদিত শিক্ষাব্যবস্থার নীরব সাধনা।
শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের দায়িত্বশীল দিকনির্দেশনা, এবং অভিভাবকদের আন্তরিক সহায়তাসব মিলিয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশই সম্ভব করেছে এই অর্জন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের ছাপ রেখে এমন সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান এসব তথ্য জানিয়েছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা। এবারের ফলাফল আমাদের সেই প্রচেষ্টাকে শক্ত ভিত দিয়েছে। তাই আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রতিষ্ঠান প্রধান আরো বলেন, ‘ভবিষ্যতেও এই সাফল্য ধরে রেখে, মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আলোকিত নাগরিক তৈরির লক্ষ্যে এগিয়ে যেতে চাই আমরা। ’
প্রতিষ্ঠানটির শিক্ষক রবিউল ওহাব বলেন, ‘কোভিড-পরবর্তী সময়েও নিয়মিত ক্লাস, আইসিটি-নির্ভর পাঠদান, মানসিক স্বাস্থ্যসচেতনতা এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা সবই এই সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে। শুধু পরীক্ষার প্রস্তুতিতেই নয়, শিক্ষার্থীরা সারাবছর বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, বিতর্ক, বিজ্ঞান মেলা ও সমাজসেবামূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে। এমন সমন্বিত শিক্ষা দর্শনই এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।’
গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীন বলেন, ‘এ বছর দেশের নাম করা অনেক শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করে নি। সেখানে গোপালগঞ্জের ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে। এটি শুধু জেলার গর্ব নয়, বরং এটি দেশের নারীশিক্ষার অগ্রগতির একটি অনন্য উদাহরণ । অন্যরা এটি দেখে অনুপ্রাণিত হবে। এ সাফল্যে আমি প্রতিষ্ঠনের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’
এই সাফল্যে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা, রোজিনা আক্তার রিমা, শান্তা খানম সহ অনেকে গর্ব অনুভব করছেন। তারা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘রাবেয়া-আলী শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শেকড়, আমাদের প্রেরণা।’
(টিবি/এএস/জুলাই ১১, ২০২৫)