তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : দাখিল পরীক্ষায় ফেল করে লিজা খানম (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া জালাল মাঠ গ্রামে এ ঘটনা ঘটেছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ বৃহস্পতিবার রাতেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লিজা ওই গ্রামের রেজাউল ইসলাম রিজুর মেয়ে। সে এ বছর বাহাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি জেনে, এদিন বিকেলে নিজেদের বসত ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লিজা।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ১১, ২০২৫)