রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে শহীদ, আহত পরিবারসহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  

আজ শুক্রবার সকালে স্মার্ট মেডিকেল সেন্টার (শহীদ আসিফ চত্বরের পশ্চিম পার্শ্বে) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল স্মার্ট মেডিকেল সেন্টার।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা গাজী মেডিকেল কলেজ আবাসিক চিকিৎসক মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: মোস্তফা আল-মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, মেডিকেল সেন্টার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সাতক্ষীরাবাসীর জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

(আরকে/এসপি/জুলাই ১১, ২০২৫)