দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাক্কালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিখন শেখ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতের দিকে শহরের হাউজিং এস্টেট এলাকার একটি পুকুরপাড়ে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, হেলমেট পরা অবস্থায় ৫-৬টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পেছন থেকে লিখন শেখের ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে একাধিক কোপ মারলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত প্রার্থী লিখন শেখ অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তার ওপর এ পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ভীত-সন্ত্রস্ত পরিবার ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রেন্ট-এ-কার নির্বাচনকে ঘিরে এমন সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ১১, ২০২৫)