রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার  ইলিশপুর গ্রামের একটি ইট ভাটার সামনে একটি ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 

উদ্ধারকৃত মরদেহটি ইজিবাইক চালক হাসান আলীর (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের বাসিন্দা।

নিহতের প্রতিবেশি রহমত আলী জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর হাসান আলী নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইক চালক হাসান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তাকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটতে পারে। এবিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(আরকে/এএস/জুলাই ১২, ২০২৫)