দিলীপ চন্দ, ফরিদপুর : রাজবাড়ী-মধুখালী অঞ্চলের কুখ্যাত মাদক সরবরাহকারী ইসহাক শেখ (২৭) অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে। সেনাবাহিনী ও মধুখালী থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই দিবাগত রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে গোপন সূত্রে তথ্য আসে যে মধুখালী উপজেলার বিল আরালিয়া বাজার এলাকায় ইয়াবা লেনদেনের সঙ্গে জড়িত অবস্থায় ইসহাক অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানা পুলিশের একটি ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, ১২ জুলাই ভোর ৪টা ৩০ মিনিটে বিল আরালিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইসহাক দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রশাসন একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

গ্রেপ্তার ইসহাক শেখ এবং জব্দকৃত ইয়াবা মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনা সূত্র আরও জানায়, অবৈধ মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যেকোনো অপরাধ দমনে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জনস্বার্থে সেনা ক্যাম্পসমূহে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

(ডিসি/এএস/জুলাই ১২, ২০২৫)