সোহাগ হত্যাকাণ্ড ও দেশজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল শহর
ফরিদপুরে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ফরিদপুর জেলা পশ্চিম শাখা।
আজ শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে ফরিদপুর চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি রুহুল আমিন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. রেজওয়ানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, মহানগর সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শেখ মো. হেলাল, জেলা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল্লাহ ও সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সরোয়ার হোসেন।
বক্তারা বলেন, “দেশে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, নৈরাজ্য ছড়িয়ে পড়ছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা আরও বলেন, “৫ আগস্টের পর থেকে স্বৈরাচারী অপশক্তি আবার সক্রিয় হয়েছে। দিনের আলোয় খুন হচ্ছে নিরীহ মানুষ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড দাবি করছি।”
সমাবেশ শেষে নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
(ডিসি/এসপি/জুলাই ১২, ২০২৫)