সোনাতলায় বিস্ফোরক মামলার আসামি মতিন গ্ৰেফতার

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার আসামি তেকানি চুকাইনগর গ্ৰামের মোঃ আব্দুল মতিন (৫২)কে গ্ৰেফতার করেছে পুলিশ। আব্দুল মতিন পূর্ব তেকানী গ্ৰামের মোঃ আসাব্বর আলী আকন্দ এর ছেলে ও তেকানী চুকাইনগর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড এর সাবেক কৃষকলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছেন, রাজনৈতিক মামলায় মতিনের নাম উল্লেখ থাকার কারণে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্ৰেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনাতলা থানায় গত বছর ২২শে আগষ্ট (২০২৪) বিস্ফোরক দ্রব্য আইনের এজাহার ভুক্ত আসামি তিনি।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন-নবী জানান, আমরা অভিযান চালিয়ে মতিন কে গ্ৰেফতার করেছি এবং তাকে আদালতে প্রেরণ করা হয়।
(বিএস/এসপি/জুলাই ১২, ২০২৫)