একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনজন, বালিয়াকান্দিতে একজন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনজন।

চলতি বছরে রাজবাড়ী উপজেলার হাসপাতালগুলোর মধ্যে— সদর, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ ও কালুখালীতে মোট ৪৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৪৩১ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয় জানায়, 'গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী নেই। তবে উপজেলা হাসপাতালগুলোতে নতুন পাচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।'

(একে/এসপি/জুলাই ১২, ২০২৫)