ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখা।
আজ শনিবার বিকেলের দিকে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মজমপুরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতারা।
সমাবেশে বক্তারা বলেন,স্বাধীন বাংলার একজন নাগরিককে পাথর নিক্ষেপ করে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারা করেছে এটি জাতির কাছে স্পষ্ট। তারা মানুষটিকে হত্যাই করে নাই, নিহতের লাশের উপর দাঁড়িয়ে নিত্য করেছে। এটা আইয়েমে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এছাড়াও সমাবেশ থেকে দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার সহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
(এমজে/এসপি/জুলাই ১২, ২০২৫)