রূপক মুখার্জি, নড়াইল : উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী  উদয় শঙ্কর সেতার বাদক পন্ডিত রবিশঙ্করের পৈত্রিক নিবাস রক্ষা এবং ডাকবাংলো মাঠে দোকান নির্মাণের প্রতিবাদে নড়াইলের কালিয়ায়  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকালে উদয় শংকর ও রবিশঙ্করের পৈত্রিক নিবাস ও বর্তমান জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলো মাঠে এ মানববন্ধন পালন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, 'উদয় শংকর ও রবি শংকর আমাদের এলাকার গর্ব। তাদের পূর্বপুরুষেরা এলাকায় সম্ভ্রান্ত পরিবার হিসেবে সুনাম ছিল। মহান স্বাধীনতা সংগ্রামের আগেই তারা ভারতে সপরিবারে চলে যাওয়ার পর থেকে তাদের পৈত্রিক বাড়িটি জেলা পরিষদের আওতায় 'ডাকবাংলো' হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

শুধু তাই নয় , তাদের বাড়ির সামনের ফাঁকা জায়গায় স্হানীয় সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজা ও মেলা, দুর্গা পূজার মেলা, নামযজ্ঞানুষ্ঠানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করে আসছিল। তাছাড়া ডাকবাংলোর মাঠে বইমেলা, বৈশাখী মেলা, রাজনৈতিক সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু জেলা পরিষদ এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে শত বছরের প্রাচীন এ মাঠে বানিজ্যিক মার্কেট নির্মাণ করছে। এলাকাবাসী চড়ক খোলার মাঠে বাণিজ্যিক মার্কেট নির্মাণ না করে শত বছরের এই ঐতিহ্য ধরে রাখার আহবান জানান।

(আরএম/এএস/জুলাই ১৩, ২০২৫)