মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে শিক্ষক প্রতিনিধি সমাবেশ ২০২৫ গত ১২ জুলাই কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক, মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কৃতি সন্তান

বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল।কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস, এম ইউনুস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,সহকারী অধ্যাপক ওয়াছিউজ্জামান বুলবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আরাফুজ্জামান রিংকু,পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামসহ প্রধান শিক্ষকগণ ও সুধিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্যা জিনিয়াস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সরকারী বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন।

(বিএসআর/এএস/জুলাই ১৩, ২০২৫)