রাজবাড়ীতে চাঁদার দাবিতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে চাঁদার দাবীতে ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান বাবু (৩৮) নামে এক প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে চিহিৃতরা। তিনি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আঃ রশিদ শেখের ছেলে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু বলেন, এক মাস ধরে আমার নিকট এক লক্ষ টাকা চাঁদাদাবী করছিল। কেন টাকা দিতে হবে বললে তারা মোটরসাইকেল কিনবে এ জন্য টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় রবিবার সকাল পৌনে ১১টার দিকে আমি মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদের মধ্যে প্রবেশ করলে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ার সহ ৫-৭জন চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা নিয়ে হামলা করে। হামলায় পাজায়, পিঠে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মাথায় কোপ দিলেও হেলমেটের কারণে রক্ষা পাই। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে অভিযুক্ত আল আমিন বলেন, মিলের পুকুর ভরাটের কাজ এনে দেই। আমাদের মোটরসাইকেল কেনার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কাজ শেষ হলেও টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবীর অভিযোগ দায়ের করে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে তার সাথে কথা কাটাকাটি হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/জুলাই ১৩, ২০২৫)