একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ১৩ হাজার টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি করেছেন।

আজ রবিবার দুপুরের দিকে উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে গফুর প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গফুর প্রামাণিক বলেন, ১০ কেজি ওজনের বড় এই চিতল মাছটি আজ সকালে ধরেছি। পদ্মায় মাঝেমধ্যে এমন বড় মাছ ধরা পড়ে, তবে এটা এবারেরসবচেয়ে বড় চিতল। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় হালিম আড়তদারের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান মাছটি প্রতি কেজি ১ হাজার ৩শ টাকা দরে মোট ১৩ হাজার টাকায় কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, আজ দুপুরে হালিমের আড়তে মাছটি উঠেছে। আমি প্রতি কেজি ১ হাজার ৩শ টাকা দরে মোট ১৩ হাজার টাকায় মাছটি কিনেছিলাম। পরে ঢাকা বংশাল এলাকার এক পরিচিত ব্যবসায়ীর নিকট ১৪০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। এতে আমার ১ হাজার টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পদ্মায় বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। আগামীতে আরও বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়বে। যদি নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে এই ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

(একে/এসপি/জুলাই ১৩, ২০২৫)