কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে নানা রকমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির ওরফে (জাকের) শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মাহমুদ সজিব বলেন, "ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর। তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।"

(কেএফ/এসপি/জুলাই ১৩, ২০২৫)