সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা আইসিটি হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করেন সালথা উপজেলা "বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন"।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপস্থিত ছিলেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রেহেনা জাহান রানী, হালিমা গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক রেহেনা বেগম প্রিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।

(এএনএইচ/এএস/জুলাই ১৪, ২০২৫)