গোপালগঞ্জে বাস চাপায় নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর সরদার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের কোমেল সরদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন ওই দিনমজুরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সকালে জাহাঙ্গীর কাজে বের হন। বাড়ির পাশে তিনি পশ্চিম গোপীনাথপুরের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন । এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে নিহত জাহাঙ্গীরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(টিবি/এএস/জুলাই ১৪, ২০২৫)