মহম্মদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে।উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আহমেদ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
(বিএস/এসপি/জুলাই ১৪, ২০২৫)