ঈশ্বরগঞ্জে জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, এমওএমসিএইচ ডা. ঈশিতা মাহমুদ বৃষ্টি, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাকিমুল হাসান।
এ বছর ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যের আলোকে ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ঈশ্বরগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
(এন/এসপি/জুলাই ১৪, ২০২৫)