তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের মিছিল সমাবেশ
=.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সারাদেশে পরিকল্পিত ভাবে মব সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
আজ সোমবার দুপুরে জেলা ছাত্রদল শহরের বিক্ষোভ মিছিল শেষে নূর মসজিদের মোড়ে ছাত্রদল প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানায় ছাত্রদল।
বাগেরহাট জেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে শহরের নূর মসজিদের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, জেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সৈয়দ কামরুল ইসলাম সুমন, শেখ সাব্বির আহম্মেদ, আসাদুজ্জামান পলাশ, ইমদাদুল হক, বেল্লাল শেখ, শহিদুল ইসলাম, সুমন তরফদার, ইমতিয়াজ জিম, আয়শা সিদ্দিকা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলের , সারাদেশে পরিকল্পিত ভাবে মব সৃষ্টিসহ সাম্প্রতিক সময়ে কিছু গণবিচ্ছিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে। একই সাথে, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। মিছিলে স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটুক্তির প্রতিবাদ জানান বক্তারা।
(এস/এসপি/জুলাই ১৪, ২০২৫)