ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদ

দিলীপ চন্দ, ফরিদপুর : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪০-১৫০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফজলুল হামিদ তামিম, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এ অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা মাঠে ছিল, আছে, থাকবে।
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(ডিসি/এসপি/জুলাই ১৪, ২০২৫)