রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
বিশেষ প্রতিনিধি : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত কিছু সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিশিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। সেখানে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম (রোমা) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর পাঁয়তারা চালাচ্ছে। যারা নোংরা শব্দ দিয়ে শ্লোগান দিয়ে বিএনপিকে ছোট করতে চায় তাদের রুখে দিতে ছাত্রদল সবসময় প্রস্তুত।
(একে/এসপি/জুলাই ১৪, ২০২৫)