জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার দুপুরে স্টেশন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা সায়েম মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার মেতেছিল। এ দেশে কোনো গণতন্ত্র ছিলনা, আইনের শাসন ছিল না এবং মানুষের বাক স্বাধীনতা ছিল না। তখন বিএনপি এই ফ্যাসিস্ট পতনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর মিটফোর্ডে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্যে বলেছিলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারপর স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা আন্দোলন তৈরি করার অপচেষ্টা করছে। তারা আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য এই পাঁয়তারা করছে। তাদেরকে প্রতিহত করার জন্য জামালপুরের সকল নেতাকর্মীদের আহবান জানান তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২৫)