সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে ঘের কর্মচারির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে সুভাষ মন্ডল (৪৫) নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের একটি মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।
ঘের মালিক আনছারউদ্দীন জানান, সুভাষ ঘেরের বাঁধ বাঁধার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
(আরকে/এসপি/জুলাই ১৫, ২০২৫)