‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’

কেন্দুয়া প্রতিনিধি : অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে সকলকে আন্তরিক ভাবে চেষ্ঠা চালানোর আহবান জানিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশ গুলোতে সে দেশের জনসংখ্যা আর্শিবাদ। কিন্তু অনুন্নত দেশ গুলোতে সে দেশের জনসংখ্যা অভিশাপ। তিনি বাংলাদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করে দেশের জনসংখ্যা আর্শিবাদে পরিণত করতে পরিবার পরিকল্পনা বিভাগসহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সমস্ত সচেতন মহলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানান।
বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সোমবার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি প্রধান অথিতির বক্তবে এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা: ব্রজ গোপাল মোদকের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহামুদুল হাসান তমালের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ডা: শরিফুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন মেডিক্যাল অফিসার এমসিএইচ ডা: উম্মে হানি। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর-রশিদ ফারুকী, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাব সম্পাদক মো: আব্দুল হাই সেলিম ও রিপোটার্স ক্লাবের সদস্য আশরাফুল ইসলাম নান্টু প্রমুখ।
ভালো কাজের মূল্যায়নে জনসংখ্যা দিবসে নওপাড়া ইউনিয়ন পরিষদ সহ পরিবার পরিকল্পনা বিভাগের কয়েকজন কে সম্মাননা স্মারক দেওয়া হয়।
(এসবি/এসপি/জুলাই ১৫, ২০২৫)