৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা-মাওয়া রোডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের ৩৭,০৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, রানা বেগ (৩৫) পিতা- মৃত মোতালেব বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, মো. সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, সাং- খোদাবক্স, থানা- বানারিপাড়া, জেলা- বরিশাল এবং শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে সংস্থাটির সিনিয়র সহকারি পরিচালক ও র্যাব-১০, (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ছয়টার দিকে র্যাব-১০, (সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে নিউ বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার পদ্মা সেতুর দিকে আসছে। সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা-মাওয়া মহাসড়কের উপর বর্ণিত বাসটি থামিয়ে অভিযান পরিচলনা করে আনুমানিক এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের ৩৭,০৭০ (সাঁইত্রিশ হাজার সত্তর) পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করতে। প্রকাশ থাকে যে, আসামী জ্যোতি খাতুন (২৫) কে শালীনতার সহিত তল্লাশীকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রং এর টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর (প্রতি ব্যাগে ৬২টি পলিপ্যাক করে) সর্বমোট ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রং এর সর্বমোট সাঁইত্রিশ হাজার সত্তর পিস ইয়াবা ট্যাবলেট, আসামী রানা বেগ (৩৫) এর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের দশ হাজার টাকা এবং আসামীগণের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ছয়টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
ওই বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’কে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্রসহ চাঞ্চল্যকর হত্যা, অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন র্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন।
(আরআর/এএস/জুলাই ১৬, ২০২৫)