অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, গ্রেফতার ২

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে র্যাব। এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. সাদ্দাম হোসেন (৩২) ও মো. আবুল খায়ের (২২) নামে দুজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমাণ্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতার হওয়া চোরাকারবারি মো. সাদ্দাম হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও মো. আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে।
কোম্পানি কমাণ্ডার জানান, বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয় চোরাকারবারিরা। গোপনে এ খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার বিনন্দেরপাড়ায় রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে র্যাব ১৪।
এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। চোরাচালানে জড়িত থাকায় মাইক্রোবাসের ড্রাইভারসহ দু'জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ব্লেডের আনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।
(আরআর/এএস/জুলাই ১৬, ২০২৫)