স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জেলার চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন আব্দুস সালাম।
এসময় বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক, হেদায়েতুল সুজন, সাইফুল ইসলাম মানিকআরও অনেকে।
ঘটনার সূত্রপাত ঘটে ৮ জুলাই মঙ্গলবার বিকেলে। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নের জংলী পাড়ায় এক নাবালিকা বিয়ে ঠেকাতে ছুটে যান সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়েটি আসলে সাবালিকা। সে জোর করে এক ছেলের বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে পাশের আরেক বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছিল। একটি পক্ষ তাকে জোর করে ছেলের বাড়িতে তুলে দিতে চাইছিল।
এ অবস্থায় সাংবাদিক স্বপ্না স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমানকে ফোন করলে তিনি মেয়েটিকে ছেলের বাড়িতে দিতে বলেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় জানানো হয়। গ্রামের লোকজন মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে দিতে গেলে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় শ্যামল রায় ও চন্দন মেম্বার সাংবাদিক স্বপ্না ও তার স্বামীকে হামলা ও হেনস্তা করে। হামলার সময় তাদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটিও একই ঘটনার প্রতিবাদে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন করেছে। সেখানে বক্তব্য দেন ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু। বক্তারা ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে অভিযুক্ত চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
(ওকে/এসপি/জুলাই ১৬, ২০২৫)