মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে প্রবীণ দলীল লেখক মরহুম আব্দুল কুদ্দুস মিয়া, ও মরহুম আব্দুল করিম নিজাম এর স্মরণে শোভসভা, দোয়া চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলা সাব রেজিস্ট্রী অফিস মিলনায়তনে দোয়ার আয়োজন করে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতি।

সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিনের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর সাব রেজাস্ট্রী অফিস কর্মকর্তা নাজমুল হাসান, বিশেষ প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাসুদ মাহমুদ, দলিল লেখক মাঈন উদ্দিনসহ সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সারোয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক মাঈন উদ্দিন, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্যাহ আল আরিফ প্রমূখ।

বক্তারা মরহুম, আব্দুল কুদ্দুস মিয়া ও আব্দুল করিম নিজাম এর সৎ ও ন্যায় পরায়ন বর্ণাঢ্য জীবন যাপনের স্মৃতি চারণ করেন এবং তার শোকাহত পরিবারের জন্য দোয়া করেন, দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা ক্বারী আব্দুল মান্নান। পরে মরহুম নিজামের পরিবারকে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২৫)