অমর ডি কস্তা, নাটোর : নাটোরে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বুধবার সকালের দিকে জেলা শহরের ভবানীগঞ্জ এলাকার সরকারি গণগ্রন্থাগারের সামনে ১৪ লক্ষ টাকা ব্যয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নির্মাণ কাজ ৪ আগস্ট শেষ হবে। উল্লেখ্য, নাটোর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আট জন শহীদ হয়েছেন। তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই স্মৃতিস্তম্ভর নির্মাণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

(এডিকে/এসপি/জুলাই ১৬, ২০২৫)