ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

দিলীপ চন্দ, ফরিদপুর : জুলাই অভ্যুত্থান স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত পদযাত্রা সফল করতে এবং সাংবাদিকদের অবগত করার উদ্দেশ্যে ফরিদপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এতে লিখিত বক্তব্য পেশ করেন এনসিপি ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ, যুগ্ম সমন্বয়ক ডা. বাইজিদ হাসান শাহেদ, যুগ্ম সমন্বয়ক কামাল হোসাইন, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক এস.এম. জুনায়েদ জিতু এবং জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক ও হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে— সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণ দুপুর ১২টায় এনসিপির জেলা পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ কর্মসূচির সফল বাস্তবায়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/জুলাই ১৬, ২০২৫)