মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সৎ ভাইকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে বাহিনীটি।

‎মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে, মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বিবন্দী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ইসমাইললের ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও‎ নজরুল ইসলাম (৩২)।

‎‎মামলার সূত্রে র‍্যাব জানায়, নিহত দিনু বেগম (৬০) তার ছেলে ও সৎ ছেলেদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের কেন্দ্রবিন্দুতে ছিলেন। একাধিকবার সালিশ ও আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৪ জুলাই সকালে ওই বিরোধ ভয়াবহ রূপ নেয়।

‎সকালে পশ্চিম কলাবাগ এলাকায় নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই সৎ ছেলে তার প্রতি অশালীন আচরণ ও গালিগালাজ শুরু করে। বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিলঘুষি, চড়-থাপ্পড় ও বুকে লাথি মারে। মারধরের পরপরই দিনু বেগমের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

‎স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০টার দিকে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

‎‎ঘটনার পরপরই র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চালায়। অভিযানে নির্ভুল তথ্য যাচাইয়ের ভিত্তিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২৫)