পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
এ সময় বক্তব্য রাখেন পলাশবাড়ীর থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, জামায়াতে ইসলামী উপজেলার আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুদ রানা, সামির, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতেই জুলাই শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বক্তারা জুলাই শহীদদে প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
(আরআই/এসপি/জুলাই ১৬, ২০২৫)