ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি ফরিদপুর জেলা শাখা।
আজ বুধবার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সূচনাস্থলে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। সভায় বক্তৃতা করেন ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাইফ খান, জিল্লুর রহমান, বাইজিদ হোসেন শাহেদ, মোঃ কামাল হোসেন, শ্রমিক উইং এর জেলা সমন্বয়কারী জুনায়েদ জিতু, সদস্য এস এম আকাশ, বাচ্চু শেখ প্রমুখ।
বক্তারা বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এটি শুধু একটি দলের ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিসরে ভয়াবহ বার্তা বহন করে।” তাঁরা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।
(ডিসি/এসপি/জুলাই ১৬, ২০২৫)