মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশ দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৫ খ্রিঃ, সকালে মো. নিঝুম হোসেন (২২) কৌশলে মো. রায়হান হোসাইন (২৩)-কে ফোন করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় দেখা করতে বলে। ওইদিন রাত ৯টার দিকে রায়হান ঘটনাস্থলে পৌঁছালে, পূর্বপরিকল্পিতভাবে নিঝুমের সঙ্গে থাকা ১। মো. নাজমুল হোসেন (২৫), ২। কাউসার (২৫) ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে তাকে অপহরণ করে ফাইভওয়ে কমিউনিটি সেন্টারের স্টোর রুমে আটক করে রাখে।

সেখানে অপহরণকারীরা ভিকটিম রায়হানের কাছে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ভয়ে ভিকটিম সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেয়। পরে আরও টাকা আনার কথা বলে ভিকটিম তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং নিঝুম ও নাজমুলকে আটক করে। তবে কাউসারসহ অন্যরা পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে যাত্রী ও সাধারণ মানুষদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও ছিনতাই করে আসছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, "আমরা এই ঘটনায় দুটি আসামিকে গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ধরনের অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না।"

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২৫)