গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়। কারফিউর মধ্যে যৌথ বাহিনী গেল  রাতে বুধবার রাতে (১৭ জুলাই) অভিযান চালিয়ে ১৪ জন কে আটক করেছে। তাদের  গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান। 

থমথমে অবস্থার মধ্যে গেল রাতে গোপালগঞ্জ শহর ছিল ভুতুড়ে নগরী। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোন যানবাহন চলাচল করেনি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হযননি। রাতে শহরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর এখানো মানুষের কোন কর্মচাঞ্চল্য দেখা যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কা্রফিউর মধ্যে আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের কোন তৎপরতা নেই ।নেই টহল। তবে আইন শৃংখলা বাহিনী জেলা কারাগারের সামনে মোতায়েন রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা । হাট-বাজার জনমানবহীন।তারপরও কারফিউ চলছে।

(টিবি/এএস/জুলাই ১৭, ২০২৫)